ট্রাম্পের মধ্যস্থতায় বাহরাইন-ইসরায়েল সমঝোতা

ছবি- সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে ‘ঐতিহাসিক শান্তি’ চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মতি দিয়েছে।
শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে জানান, দেশ দুটি এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। এর আগে গত মাসে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতা হয়েছিলো। খবর বিবিসি।
গত মাসে আরব আমিরাত ও ইসরায়েল সমঝোতার পর উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশ এ পথ অনুসরণ করবে বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার বাহরাইন সমঝোতায় রাজি হওয়ায় চারটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিল। এর আগে উপসাগরীয় অঞ্চলের দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শুধু মিশর ও জর্ডানের কূটনৈতিক সম্পর্ক ছিল। আরো পড়ুন
Comments
Post a Comment