ছারপোকার কামড়ে চুলকানি, মুক্তির উপায় জানুন

 

ছবি:ছারপোকার কামড়ে চুলকানি হতে পারে

ছবি:ছারপোকার কামড়ে চুলকানি হতে পারে

ছারপোকা এমন একধরণের কীট, যা রাতের ঘুম হারাম করতে অতুলনীয়। যাদের বাড়িতে ছারপোকা বাসা বেঁধেছে তারাই জানেন এর যন্ত্রণা। এটি যে সুধু বিছানা বালিশ কেটে নষ্ট করে তাই ই নয়। মানুষকেও কামড়ায়। এর কামড়ে ত্বক নষ্ট হয়ে যেতে পারে। আর ছারপোকার কামড়ের দাগ সহজে উঠতে চাই না। হতে পারে চুলকানি, র‍্যাশ সেখান থেকে ইনফেকশন।   

ছারপোকা যাদের বাসাতে আছে তারা সচেতন হোন। নিয়মিত ব্যবহার্য কাপড়-চোপড়, বিছানাপত্র ও ঘর পরিষ্কার রাখুন, ঘরে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে দিন। ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করুন। হাতের কাছেই রয়েছে এই পোকার কামড়ের কারণে চুলকানি থেকে রক্ষা পাওয়ার উপায়। চিকিৎসকদের পরামর্শ, এই পোকা কামড়ালে প্রথমে জীবাণুনাশক সাবান ও পানি দিয়ে ধুয়ে তারপর প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে। তবে আরো কিছু প্রাকৃতিক উপায় আছে। জেনে নিন সেগুলো-   আরো পড়ুন

Comments

Popular posts from this blog

৫০০ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি

হিরো আলমের সঙ্গে বাদাম কাকুর গান, দুই ভাইরাল একসঙ্গে

ময়ূরীকে আকৃষ্ট করতে ময়ূরের তুমুল নাচ