পঙ্গপাল নিধনের কার্যকরী উপায় জানালেন বিজ্ঞানীরা

ছবি: পঙ্গপালের হানা
পঙ্গপালের হানায় যেকোনো ফসলি জমি মুহূর্তেই সাফ হয়ে যায়। একটি পঙ্গপালের ঝাঁক প্রায় ৫০০ বর্গ কিলোমিটার জুড়ে থাকতে পারে। এরা দিনে ১০০ কিলোমিটার অবধি উড়তে পারে। এর সঙ্গে দিনে প্রায় দেড় লাখ টন পরিমাণ খাদ্যশস্য ধ্বংস করে। তবে বিজ্ঞানীরা এতাদিনেও পঙ্গপাল তাড়ানোর কোনো কৌশল বের করতে পারেনি।
ধারণা করা হয়, যদি পঙ্গপালেরই শরীর-নিঃসৃত এক রাসায়নিক ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণের উপায় বের করার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। তখন এই গতিপথ রোধ করা সম্ভব হবে বলেই বিজ্ঞানীদের অনুমান। রকেফেলার ইউনিভার্সিটি-র লেসলি ভস্যালের মতে, এ রকম প্রতিরোধক রাসায়নিক বানানো সম্ভব, যা পঙ্গপালকে একক জীবন কাটানোর দিকে নিয়ে যাবে। রক্ষা পাবে জমির ফসল। আরো পড়ুন
Comments
Post a Comment