মহাসাগরে ডানা মেলে চলবে জাহাজ

 

মহাসাগরে ডানা মেলে চলবে জাহাজ

মহাসাগরে ডানা মেলে চলবে জাহাজ

সুইডেনের একটি প্রতিষ্ঠান অত্যাধুনিক জাহাজ চালু করতে যাচ্ছে। জাহাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ওয়ালেনিয়াস মেরিন-এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি জাহাজটি আটল্যান্টিক মহাসাগরে চলাচলের কথা রয়েছে। ৬ থেকে ৭ হাজার গাড়ি ধারণক্ষমতা সম্পন্ন চারটি বিরাট ডানাযুক্ত জাহাজটি ২০২৪ সালের দিকে চালু হতে পারে। 

দ্য ড্রাইভেন এর প্রতিবেদন অনুসারে, আধুনিক জাহাজটি ৯০ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম। এরই মধ্যে জাহাজটির প্রাথমিকভাবে দুটি নাম দেয়া হয়েছে, ওশেনবার্ড এবং দ্য উইন্ড পাওয়ার কার ক্যারিয়ার- ডব্লিউপিসিসি। 

ওয়ালেনিয়াস মেরিনের দাবি, এই নকশাটি জাহাজের নতুন যুগের সূচনা করবে। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

৫০০ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি

হিরো আলমের সঙ্গে বাদাম কাকুর গান, দুই ভাইরাল একসঙ্গে

ময়ূরীকে আকৃষ্ট করতে ময়ূরের তুমুল নাচ