বিষ্ময়মানব বেয়ার গ্রিলস, এখনো যেসব দুঃসাহসিক কাজগুলো করেননি

ছবি: বেয়ার গ্রিলস
বেয়ার গ্রিলসের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে তার অদ্ভূত সব কর্মকাণ্ডের দৃশ্য। বিশ্বব্যাপী এক পরিচিত মুখ তিনি। তার পুরো নাম অ্যাডওয়ার্ড মাইকেল বেয়ার গ্রিলস। এই মানুষটি প্রতিদিনই অসম্ভবকে সম্ভব করে চলেন। তিনি ডিসকভারির জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র অসাধারণ উপস্থাপক ও সাহসী অভিযাত্রী হিসেবে বিশ্বখ্যাত।
আরো পড়ুন: গরুর সঙ্গে আত্মার সম্পর্ক, গোমূত্র পানেই মেলে তাদের সুস্থতা
শুধু টিভির পর্দায় নয়, তার ব্যক্তিগত জীবনও হার মানায় রোমাঞ্চকে। তিনি একাধারে চিফ স্কাউট, অভিযাত্রী, লেখক, প্রেরণাদায়ক বক্তা, টেলিভিশন উপস্থাপক। তার নামের সঙ্গে অনেক বিশেষণই যুক্ত। আজকের লেখায় বেয়ার গ্রিলসের জীবন কাহিনীসহ থাকছে তিনি এখনো যেসব দুঃসাহসিক কর্মকাণ্ড করেননি সে বিষয়ে- আরো পড়ুন
Comments
Post a Comment