ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ঘরে তৈরি বডিওয়াশ

ছবি: বডি ওয়াশ ব্যবহার করুন
ত্বক পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে সাবানের বিকল্প নেই। তবে আজকাল সাবানের পরিবর্তে বডিওয়াশ ব্যবহারে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তরল হয়াতে অপচয় যেমন কম হয় আবার পরিমাণেও কম লাগে। এছাড়াও বিভিন্ন সুগন্ধযুক্ত থাকায় শরীরে তার রেশ থাকে বহুক্ষণ।
নরম, সুন্দর এবং উজ্জ্বল ত্বকের জন্য বডি ওয়াশ ব্যবহার করে থাকেন সবাই। সাধারণত আমরা দোকান থেকে কিনেই বডি ওয়াশ ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন বাড়িতেও বডি ওয়াশ তৈরি করা যায়! জেনে নিন পদ্ধতি- আরো পড়ুন
Comments
Post a Comment