বার্সেলোনায় সালাহ!

বার্সেলোনায় আসতে পারেন সালাহ!
ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের সময় এখনো শেষ হয়ে যায়নি। লিওনেল মেসির অবসর কান্ডের কারণে চলতি মৌসুমে দলবদলের দিকে খুব একটা সময় দিতে পারেনি বার্সেলোনা। এই আর্জেন্টাইন তারকার বার্সায় থাকা চূড়ান্ত হওয়ার পর এবার দল গোছানোর দিকে মনোযোগ দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। দলে নতুন খেলোয়াড় আনার ক্ষেত্রে তার পছন্দের তালিকার শীর্ষে আছেন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। দুই পক্ষ চাইলে চলতি মৌসুমেই এই মিশরীয় ফরোয়ার্ডকে কাতালান ক্লাবে দেখা যেতে পারে।
লিভারপুলের সাফল্যের পেছনের অন্যতম কারিগর সালাহ। অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপের দলের আক্রমণভাগের মূল ভরসা তিনি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জয়ের পর তার ইচ্ছা বার্সেলোনায় আসবেন। কোম্যানের ইচ্ছা প্রকাশের ফলে এই স্ট্রাইকারের বার্সায় আসার সম্ভাবনা আরো বেড়ে গেলো।
Comments
Post a Comment