ম্যাসেঞ্জারে ম্যাসেজ সিন অপশন বন্ধ করার উপায়

ম্যাসেঞ্জারে ম্যাসেজ সিন অপশন বন্ধ করা সম্ভব। ছবি: সংগৃহীত
মেসেঞ্জারকে আরো সহজ ও ব্যবহারবান্ধব করার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ। এরপর মাঝমধ্যে অ্যাপটি বিরক্তিকর হয়ে ওঠে। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই মেসেজ সিন হয়ে যায়। এতে কাউকে ইগনোর করতে চাইলেও, তা সম্ভব হয় না। তাই আপনি যদি ম্যাসেঞ্জারে সিন অপশনটি বন্ধ রাখেন, তাহলে এধরনের সমস্যা এড়ানো সম্ভব।
আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম যদি অ্যানড্রয়েড হয়, তাহলে ফোনের টপ বার ড্র্যাগ ডাউন করে অ্যারোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করতে হবে। অপশনটি ড্রপ ডাউন মেনুতে না পেলে সেটিংসে যেতে হবে; সেখানেই ফ্লাইট মোড অপশন পাওয়া যাবে। আরো পড়ুন
Comments
Post a Comment