নাড়িভুঁড়ি উল্টে আসতে পারে এসব ফুলের গন্ধে!

 

ছবি: দুর্গন্ধময় ফুল টাইটান অরাম

ছবি: দুর্গন্ধময় ফুল টাইটান অরাম

হাজার হাজার বছর ধরে ফুল মানুষকে মুগ্ধ করে এসেছে। ফুলের বিভিন্ন রং, সৌন্দর্য, গন্ধ মানুষকে করেছে আকৃষ্ট। ফুলের কথা উঠলেই একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসে আমাদের মনের মধ্যে, তাই না? তার মানে এই নয় যে সব ফুলেই সুগন্ধ থাকবে।

আরো পড়ুন: সাতলা বিলের শাপলা বেচেই চলে তাদের সংসার

পৃথিবীতে এমন কিছু ফুল রয়েছে, যার গন্ধ অতি জঘন্য। এসব ফুলের সৌন্দর্য দেখে কাছে গেলে নিজ থেকেই আপনি হাত দিয়ে নাক চেপে ধরতে বাধ্য হবেন। কারণ এসব ফুলের গন্ধে নাড়িভুঁড়ি উল্টে আসতে পারে আপনার। চলুন তবে জেনে নেয়া যাক বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত এমনই কয়েকটি ফুল সম্পর্কে- 

আরো পড়ুন

Comments

Popular posts from this blog

৫০০ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি

হিরো আলমের সঙ্গে বাদাম কাকুর গান, দুই ভাইরাল একসঙ্গে

ময়ূরীকে আকৃষ্ট করতে ময়ূরের তুমুল নাচ