চাল দিয়ে ঘরেই তৈরি করুন বডি লোশন

ঘরে তৈরি লোশনেই হবে ত্বকের যত্ন
সারাদিন ভ্যাপসা গরম আর রাত বাড়লেই ঠান্ডা অনুভূতি। ভোরের হালকা কুয়াশা জানান দিচ্ছে শীত আসন্ন। তবে এখনই ত্বক শুষ্ক হতে শুরু করেছে। ব্যবহার করতে হচ্ছে লোশন কিংবা গ্লিসারিন। ত্বকের যত্নে ঘরে তৈরি খাবারের পাশাপাশি ঘরে তৈরি প্রসাধনীই কিন্তু সেরা। কেননা বাজারের এসব পণ্য কেমিকেলযুক্ত থাকায় ত্বকের বেশ ক্ষতি করে।
এবারের শীতে আপনি ঘরে তৈরি লোশন ব্যবহার করতে পারেন। আর এটি তৈরি করতে আপনার তেমন খরচও হবে না। চাল দিয়েই তৈরি হবে এই লোশন। অবাক হচ্ছেন? চাল ধোয়া পানি কিন্তু ত্বকের জন্য খুবই কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এমনকি চুলের সৌন্দর্য বাড়াতে চালের জুড়ি মেলা ভার। তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন এই লোশন- আরো পড়ুন
Comments
Post a Comment