ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে ‘গণছাঁটাই’, বাদ ৬২ জন

ফাইল ফটো
মহামারি করোনার প্রভাব পড়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেও (ইসিবি)। করোনায় প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে ইসিবির। তাই গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইলিংশ বোর্ড।
করোনার এই ক্ষতি সামলে নিতে ঘরের মাঠে একের পর এক সিরিজ আয়োজন করছে ইংল্যান্ড। তবুও প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতির মুখে ইসিবি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ২০১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
মঙ্গলবার বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে জানান, এ বছরই ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। আগামী বছর এই লোকসানের অংক ছাড়িয়ে যেতে পারে ২০ কোটি পাউন্ডে।
Comments
Post a Comment