বিশ্বে একদিনে শনাক্ত দুই লাখ ৪৩ হাজার, মৃত্যু ৩৯০৫

করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৪৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন তিন হাজার ৯০৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ভারতে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ২৮৭ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৭৭৯ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজারের বেশি।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৪০ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ২১৫ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ৪৫ হাজার। আরো পড়ুন
Comments
Post a Comment