সুশান্তের মৃত্যু: তদন্তে রিয়ার মুখে সারা আলির নাম

 

সারা আলি খান ও রিয়া চক্রবর্তী

সারা আলি খান ও রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে বলিউডের আরো কিছু নাম বলেছেন রিয়া চক্রবর্তী। তার মধ্যে অভিনেত্রী সারা আলি খান, অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং পরিচালক মুকেশ ছাবড়ার নাম রয়েছে। এছাড়াও নাম এসেছে সুশান্তের বন্ধু এবং প্রাক্তন ম্যানেজার রোহিণী আইয়ার, ডিজাইনার সিমোন খামবাট্টারও।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, রিয়া জেরায় দাবি করেছেন, বলিউড তারকাদের ৮০ শতাংশই মাদক সেবনে অভ্যস্ত। রিয়া যাদের নাম করেছেন, তার মধ্যে সাইফ আলি খানের মেয়ে সারা ‘কেদারনাথ’ ছবিতে সুশান্তের নায়িকা ছিলেন। কিছু দিন আগে সুশান্ত এবং তার বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতেও যান। রাকুল প্রীত এই মুহূর্তে মুম্বাইয়ে নেই। হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত বলে তার আবাসন থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

Comments

Popular posts from this blog

৫০০ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি

হিরো আলমের সঙ্গে বাদাম কাকুর গান, দুই ভাইরাল একসঙ্গে

ময়ূরীকে আকৃষ্ট করতে ময়ূরের তুমুল নাচ