স্বেচ্ছায় ‘কার্টুন’ হচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা

ছবি: সংগৃহীত
ফেসবুকের যেকোনো ব্যবহারকারী এবার স্বেচ্ছায় ‘কার্টুন’ হওয়ার সুযোগ পাচ্ছেন। টাইটানিক খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরনের থ্রি-ডি মুভি ‘অ্যাভাটার’ চলচ্চিত্রটির নামে একটি ফিচার এনেছে ফেসবুক। এটির কাজ হলো অ্যানিমেটেড ছবি তৈরি করা।
এ ফিচার দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে নানা ধরনের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেস সেট করতে পারবেন।
‘অ্যাভাটার’ ফিচারটি এরইমধ্যে ভারতে চালু করেছে ফেসবুক। সম্প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও ফিচারটি অবমুক্ত করা হয়েছে। আরো পড়ুন
Comments
Post a Comment