নতুন অস্ত্র নিয়ে আসছেন ব্রাভো

ডোয়াইন ব্রাভো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন এক অস্ত্র নিয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। নিজের বোলিং বৈচিত্র্যে ভিন্ন ধরণের এক স্লোয়ার ডেলিভারি যোগ করেছেন তিনি। সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ব্রাভো।
আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাভোর চেন্নাই। এই ম্যাচের আগে নিজের নতুন বোলিং নিয়ে ব্যাটসম্যানদের সতর্ক করে দিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার।
Comments
Post a Comment