মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৬

ফাইল ছবি
সোমালিয়ান বন্দরনগরী কিসমায়োতে মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
আব্দিনাসির গুলেদ বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, বিস্ফোরকের ভারী ভেস্ট পরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী কেন্দ্রীয় শহরের কাদিম মসজিদের মুসল্লীদের লক্ষ্য বানিয়েছিল, যারা জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন। আরো পড়ুন
Comments
Post a Comment