করোনায় আক্রান্ত সিমিওনে

দিয়েগো সিমিওনে
লা লিগার নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করতে গত সোমবার থেকে অনুশীলনে নামে অ্যাথলেটিকো মাদ্রিদ। দলটির দারুণ পারফর্ম করার পেছনের কারিগর ও কোচ দিয়েগো সিমিওনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মৌসুম শুরুর আগেই ধাক্কা খেল দলটি।
মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো। এই ম্যাচকে সামনে রেখেই হয়তো পরিকল্পনা সাজানোয় ব্যস্ত ছিলেন সিমিওনে। গত সোমবার থেকেই দলের সদস্যদের অনুশীলনে ছিলেন তিনি। সম্প্রতি তার কোভিড-১৯ টেস্ট করা হয়। সেখানেই সিমিওনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। আরো পড়ুন
Comments
Post a Comment