ডিভোর্সির সঙ্গে সংসার পাততে চান? অবশ্যই মাথায় রাখুন এসব বিষয়

ডিভোর্সির সঙ্গে সংসার পাতার আগে যেসব বিষয় মাথা রাখা জরুরি
আজকাল স্বামীহারা কিংবা ডিভোর্সি নারী অথবা পুরুষ উভয়ই নতুন করে সংসার পেতে থাকেন। অনেকে সন্তান-সহ ডেটিং করেন। শুনতে একটু অবাক লাগলেও এটি সত্যি। আমাদের চারপাশেই এরকম অনেক সম্পর্ক আমরা গড়ে উঠতে দেখি।
আসলে স্বামীহারা কিংবা ডিভোর্সি কারো সন্তান আছে মানেই তাতে নিরাশ হওয়ার কিচ্ছু নেই! বরং এই সম্পর্কে কিছু জিনিস মেনে চললে জীবনের লম্বা সফরে আপনি শান্তিতে থাকতে পারবেন। প্রিয়জনের সঙ্গে সুখীও হতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক এমন কিছু বিষয় সম্পর্কে, যা নতুন করে সংসার পাতার আগে অবশ্যই মাথায় রাখা জরুরি- আরো পড়ুন
Comments
Post a Comment