৬ বছর আগে কামড়ানো পোকাই কাল হলো মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রীর

সান্দ্রা আন জাইসন
পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এক তরুণী। তবে শারীরিক অসুস্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ভারতের কেরালার সান্দ্রা আন জাইসন নামের ওই তরুণী পরিবারের সঙ্গে বাস করতেন সংযুক্ত আরব আমিরাতের শারজাতে।
গলফ নিউজর প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসেই শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া সান্দ্রা শারজায় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা (সিবিএসই) পরীক্ষায় (দ্বাদশ শ্রেণি) সর্বোচ্চ গ্রেড পান। আরো পড়ুন
Comments
Post a Comment