বীমার টাকার জন্য নিজের হাত কাটলেন এই তরুণী!

জুলিজা আদেলেসিক
ক্ষতি পূরণের জন্য বীমা। এবার তা অর্থ উপার্জনের উপায় হিসেবে বেছে নিলেন এক তরুণী। জুলিজা আদেলেসিক নামের ২২ বছর বয়সী স্লোভেনিয়ান তরুণী বীমার টাকা পেতে নিজেই নিজের হাত কেটে ফেলেছেন।
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, এই পদ্ধতি অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে স্থানীয় একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তার বন্ধুকে গোটা এই ঘটনার পরিকল্পনার জন্য তিন বছরের সাজা শোনানো হয়েছে। আরো পড়ুন
Comments
Post a Comment