যন্ত্রণাদায়ক বিষফোঁড়া হওয়ার কারণ ও প্রতিকারের উপায়

বিষফোঁড়া
আমাদের শরীরে নানা রকম চর্মরোগ হয়ে থাকে। তার মধ্যে বিষফোঁড়া একটি। যা ভীষণ যন্ত্রণাদায়ক। ছোট কিংবা বড় যে কেউই এই চর্মরোগে আক্রান্ত হতে পারে। অনেককেই দীর্ঘসময় এই বিষফোঁড়ার যন্ত্রণা সহ্য করতে হয়।
তীব্র বেদনাসহ ফোলা বা ত্বকে একাধিক ফোঁড়া, যারা সাধারণত স্টাফালোলোকোক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি সাংঘাতিক ধরনের ফোঁড়া। ফোঁড়ার অনেকগুলো ছোট ছোট মুখ থাকে। একেই মূলত কার্বাঙ্কল বলে। কার্বাঙ্কল সাধারণত কোমর, ঘাড়ে, পিঠে ও কনুইতে বেশি দেখা দেয়। আরো পড়ুন
Comments
Post a Comment